শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে।
সোমবার (৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্নাতক ১ম বর্ষের (সম্মান) পাঠদান আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে। ক্লাস শুরুর জন্য বিভাগসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Discussion about this post