শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তির তৃতীয় মেধাতালিকায় বিষয় ও কলেজ মনোনয়ন ও মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ মনোনয়ন প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা মাত্র) প্রদান করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেকোনো একটি ধাপে একজন বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় মনোনয়নে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিয়ে উল্লিখিত কাজ অবশ্যই করতে হবে-মনোনীত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি’র একটি অংশ নিম্নলিখিত হারে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, এই অগ্রিম টাকা ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে। উক্ত সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে।
আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকেলে চতুর্থ মনোনয়ন প্রকাশ করা হবে।
Discussion about this post