শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিষয় মনোনয়নের নতুন তালিকা কোটাসহ প্রকাশ করা হয়েছে।
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ০৫/০৯/২০২৩ তারিখ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে (মেধাক্রম ২৪২৫ হতে ৩৩৮৫ পর্যন্ত এবং বিভিন্ন কোটায় মনোনিত সকল প্রার্থী) যারা ইতোমধ্যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দিয়েছে মাইগ্রেশনে প্রাপ্ত
তবে যারা প্রথম মনোনয়ন এর পর অগ্রিম ফি জমা দিয়েছেন তাদের নতুন করে ফি জমা দিতে হবে না। বিষয় মনোনয়ন দেখতে, অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে, মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে “বিষয় মনোনয়ন” বাটনে ক্লিক করতে হবে।
এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য নির্ধারিত ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) এসব তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post