শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিকেল কলেজে এখনো ৪৩৭টি আসন খালি রয়েছে। শূন্য আসনগুলোতে ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন গ্রহণ শেষ হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এই মেডিকেল কলেজগুলোতে সব মিলিয়ে আসন রয়েছে ৬ হাজার ২০৮টি। এর মধ্যে খালি রয়েছে ৪৩৭টি আসন।সবচেয়ে বেশি খালি রয়েছে মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে। এই কলেজে মোট আসন রয়েছে ৫০টি৷ এর মধ্যে ৩৬টি আসনই খালি রয়েছে।
খালি আসনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ। ৫৭টি আসনের মধ্যে এই মেডিকেলে ৩২টি আসন খালি রয়েছে।
এছাড়া আশিয়ান মেডিকেল কলেজে ২৮টি, আদদীন সকিনা মেডিকেল কলেজ ২৫টি, সিটি মেডিকেল কলেজে ২৫টি, পার্ক ভিউ মেডিকেল কলেজে ২১টি, ময়নামতি মেডিকেল কলেজে ২০টি, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজে ১৯টি এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ১৫টি আসন খালি রয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বলেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৪৩৭টি আসন খালি রয়েছে। এই আসনগুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন করে আবেদন করেছেন। শিগগিরই নির্বাচিতদের মুঠোফোনের মাধ্যমে এসএমএস করে জানানো হবে।
বিজ্ঞপ্তি ও বেসরকারি মেডিকেলের শূন্য আসনের তালিকা দেখুন-
Discussion about this post