শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ৭ আগষ্ট থেকে শুরু হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বাউবির ওয়েবসাইট osapsnew.bou.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া, বাউবির ওয়েবসাইটে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২ অক্টোবর প্রকাশ করা হবে। এ ছাড়া তাঁদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে নিশ্চিত করা হবে। অনলাইনে ৫ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষা হবে বাউবির বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলোতে।
মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২৫ নম্বর থাকবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে নিচে দেয়া হলো-
Discussion about this post