শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগে তিন দিনব্যাপী ডিজাইন প্রদর্শনী শুরু হয়েছে গতকাল ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে। বিভাগের জানুয়ারি ২০২৩ সেশনের বিভিন্ন লেভেল/টার্মের শিক্ষার্থীদের (ডিজাইন স্টুডিও) বাছাইকৃত কাজের (ডিজাইন) সমন্বয়ে এ প্রদর্শনী চলবে ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাকিউল ইসলাম। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনী আয়োজনের অংশ হিসেবে ধর্মীয় স্থাপনা, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, হাইরাইজ ভবন, আধুনিক পাঠ্যক্রমের সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও রিসাইক্লিং ইন্ডাস্ট্রি সমন্বিতকরণ- এর নকশাসহ প্রদর্শিত হবে নানাবিধ স্থাপত্য নকশা। ১৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
Discussion about this post