শিক্ষার আলো ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় অভ্যন্তরীণ বৃত্তি চালু করলো স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ (এলজিইউডি)।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিভাগীয় বৃত্তি ও এসপিএসএস সনদ প্রদান অনুষ্ঠানে ৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মাধ্যমে এই দৃষ্টান্ত স্থাপন করে এলজিইউডি।
বিভাগের ছাত্রকল্যাণ তহবিল হতে মেধাবৃত্তি হিসেবে ৪ জন ও শিক্ষা সহায়তা বৃত্তি হিসেবে ৫ জনকে ২০০০ টাকা করে অভ্যন্তরীণ বৃত্তি প্রদান করে বিভাগটি।
বিভাগটির বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে গঠিত ছাত্রকল্যাণ তহবিল থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা যাতে অনুপ্রাণিত হয় সেলক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মেধাবৃত্তির পাশাপাশি বিভাগের সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভর তত্ত্বাবধানে বিভিন্ন বর্ষের ৬০জন শিক্ষার্থীকে এসপিএসএস সনদ প্রদান করা হলো। এই সনদ তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারের দিকনির্দেশনায় শিক্ষা, গবেষণা ও উন্নয়ন মোটোর সারথি হয়ে এগিয়ে যাচ্ছি। বিভাগীয় অভ্যন্তরীণ বৃত্তি প্রদানের মাধ্যমে আজ আমরা দৃষ্টান্ত স্থাপন করলাম। আশা করি স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সকল কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগকে অভিনন্দন। তারা নিজস্ব তহবিল গঠন করে নিজেদের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করছে যেটি অনেক প্রশংসনীয়। আজকে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হলো। আগামীতে এরাই আবার অন্য কাউকে বৃত্তি দেবে। আমরা শক্তিশালী অ্যালামনাই এসোসিয়েশন গড়ে তুলবো। যাদের গড়া ফান্ডে অনেকে উপকৃত হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক আফরোজা ইসলাম লিপির সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আতাউর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আজিজুর রহমান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।
Discussion about this post