শিক্ষার আলো ডেস্ক
৪০তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগ পেতে আবেদন করেছেন ৬ হাজারেরও বেশি প্রার্থী। আগামী সপ্তাহে এই বিসিএসের নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ করা হতে পারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সূত্রমতে, ৪০তম বিসিএস নন–ক্যাডারে নিয়োগের কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে পিএসসি। আবেদনকারীদের তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়া শেষ করতে চলতি সপ্তাহ শেষ হয়ে যাবে।
ওই সূত্র আরও জানান, ৪০তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগের সকল কার্যক্রম চলতি সপ্তাহে শেষ করতে পারলে আগামী সপ্তাহে নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ করা হবে। এজন্য সকল প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।
জানা গেছে, গত ২-১৬ জুন পর্যন্ত ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদের পছন্দক্রম চাওয়া হয়। কিন্তু এলজিইডির ১৫৬টি পদের জটিলতায় আবেদনপ্রক্রিয়া আটকে যায়। পরবর্তীতে গত ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় আবেদন গ্রহণ করা হয়।
Discussion about this post