শিক্ষার আলো ডেস্ক
৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় দুই হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখনো আরও প্রায় আট হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা বাকি।সাধারণ ক্যাডার শেষে কারিগরি ও পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে তাদের পরীক্ষা শেষ হবে। আগামী নভেম্বরের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আমরা এ বছরেই ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চাই। তবে নির্দিষ্ট কোনো মাস বা দিন তারিখ বলতে চাই না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post