শিক্ষার আলো ডেস্ক
এনটিআরসিএ’র চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২,৪৮০জন প্রার্থীর মধ্য থেকে ২৭,০৭৪ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ প্রদান করেছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩,৬০৭জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং অবশিষ্ট ১৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায়,বয়স ৩৫ বছর অতিক্রম করায়,নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায়, মামলার স্থগিতাদেশ থাকায়,ইত্যাদি কারনে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয় নি।
সুপারিশকৃত ২৭,০৭৪ এর মধ্যে,কলেজ ও স্কুলে-১৩,৭০৫, মাদ্রাসায়- ১১,২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১৫৮৩, সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন। সুপারিশকৃত ২৭,০৭৪ জনের মধ্যে পুরুষ ১৮,১৯২, মহিলা ৮,৮৮২। মহিলা কোটা-৬,১৭৬জন। সুপারিশকৃত ২৭,০৭৪ জন প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে।
ফলাফল দেখুন এনটিআরসিএ-র ওয়েবসাইটের লিংকে
Discussion about this post