শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ‘এ’ (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এর অধীনে তিন বিভাগে ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ম নির্বাচিত বিজ্ঞপ্তি দেখুন-
মুক্তিযোদ্ধা কোটার সংশোধিত বিজ্ঞপ্তি ও তালিকা
ইউনিটের ইংরেজি বিভাগে মেধার ভিত্তিতে এবং ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দু বিভাগে ভর্তির জন্য যারা প্রবেশপত্র জমা দিয়েছেন তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ‘এ’ (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর অধীনে ইংরেজি বিভাগে মেধার ভিত্তিতে এবং ২০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দু বিভাগে ভর্তির জন্য যারা প্রবেশপত্র জমা দিয়েছে তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে উক্ত তিন বিভাগে ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের তালিকা প্রকাশ করা হলো।
আরো বলা হয়েছে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নামের পাশে উল্লিখিত বিভাগে রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি হওয়ার জন্য বলা যাচ্ছে। উক্ত তিন বিভাগে ভর্তির জন্য অপেক্ষমান ছাত্র-ছাত্রীদের তালিকাও এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হলো। আসন খালি থাকা সাপেক্ষে ২৪ সেপ্টেম্বর বিকাল আড়াইটা থেকে সাড়ে ৬টার মধ্যে তাদেরকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আসন শুন্য আছে কি না তা বিকেল ২টার পর সরাসরি যোগাযোগ অথবা ০২৫৮৮৮-৬৪১৩০ নম্বরে ফোন করে জানা যাবে।
Discussion about this post