শিক্ষার আলো ডেস্ক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ‘এ’ (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর সর্বশেষ স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় পরিবর্তিত বিভাগ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত মাইগ্রেশন বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন-
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণ এবং বিভিন্ন কোটায় যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন (সর্বশেষ)-এর তালিকা প্রকাশ করা হলো। তাদের নামের পাশে উল্লেখিত পরিবর্তিত বিভাগ তাদের চূড়ান্ত বিভাগ হিসেবে বিবেচিত হবে।
প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Discussion about this post