নিউজ ডেস্ক
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন তিন নেতার মাজার মসজিদ এবং নীলক্ষেত সিটি কর্পোরেশন মার্কেটে বেসিন স্থাপন করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় বেসিনগুলো স্থাপন করা হয়।
আজ (৫ মে) সকাল ১১টায় তিন নেতার মসজিদ প্রাঙ্গণে স্থাপিত বেসিনে হাত ধোয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এছাড়া দুপুর ১ টায় নীলক্ষেত সিটি কর্পোরেশন মার্কেট প্রাঙ্গণে স্থাপিত বেসিনে হাত ধোয়ার মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সাদা দলের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং বডি মেম্বার প্রকৌশলী মোঃ মাহবুব আলম প্রমুখ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা জানান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে বেসিন স্থাপন করতে ইচ্ছুক। এতে ক্যাম্পাসে করোনাভাইরাস সংক্রমণ কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে।
Discussion about this post