শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভূক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ২ হাজার ২২০টি আসন খালি রয়েছে। এই আসনগুলোতে আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করবে টেকনিক্যাল কমিটি।
জানা গেছে, গুচ্ছের খালি আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে চূড়ান্ত প্রস্তাবনা জমা দেবে টেকনিক্যাল কমিটি। সেই প্রস্তাবনা অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গুচ্ছের কোর কমিটির সভায়। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।
গুচ্ছভূক্ত টেকনিক্যাল কমিটির সূত্র জানায়, গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ২২২০ আসন খালি রয়েছে। এত বিপুল সংখ্যক আসন খালি রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না আয়োজক কমিটি। অন্যদিকে আসন খালি রেখে ভর্তি কার্যক্রম শেষ করলে অনেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্খিত শিক্ষার্থী পাবে না। তাই আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ রেখে ভর্তি কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মাইগ্রেশন চালু রেখে আগের নিয়মে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানো হবে। এভাবেই প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। আমাদের আগে যেভাবে ভর্তি কার্যক্রম চলেছ এবারও সেভাবেই চলবে। কেবল আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
গত ২২ আগস্ট গুচ্ছের শেষ ধাপের ভর্তি নেওয়া হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার চার ধাপে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে অধিক সংখ্যক আসন খালি থাকায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
Discussion about this post