শিক্ষার আলো ডেস্ক
২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২ হাজার ২৯৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ২১৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবেন।
Discussion about this post