শিক্ষার আলো ডেস্ক
দ্বিতীয়বার ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৩৮৪ জন মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থীদের ফলাফল ও আর্থিক অসচ্ছলতার উপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হবে। তারা সবাই বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। বিভাগগুলো হলো- গণিত,পদার্থবিজ্ঞান,রসায়ন,পরিসংখ্যান,ফার্মেসী,ইংরেজি,বাংলা,লোক প্রশাসন,অর্থনীতি,নৃবিজ্ঞান,প্রত্নতত্ত্ব,গণযোগাযোগ ও সাংবাদিকতা,আইন,সিএসই,আইসিটি,এআইএস,মার্কেটিং,ব্যবস্থাপনা শিক্ষা,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।
গত সোমবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী।
এদিকে মেধাবী ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের নাম প্রেরণ করতে বিভাগগুলোতে চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিঠিতে আগামী ৪ অক্টোবরের মধ্যে নাম প্রেরণ করতে বলা হয়েছে।
Discussion about this post