শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল বিভাগের শিক্ষার্থীরা ন্যুনতম সিজিপিএ ২.০০ পেলেই কৃতকার্য হবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম সিজিপিএ শর্ত থাকলেও সেটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।অর্থাৎ এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদে সর্বনিম্ন ২.০০ সিজিপিএ থাকলেই শিক্ষার্থীরা পরবর্তী বর্ষে প্রমোশন পাবেন।
গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে বলে জানান এক সিন্ডিকেট সদস্য।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত সব বিভাগেই শিক্ষার্থীদের প্রমোশনের জন্য শর্তমূলক সিজিপিএ থাকলেও ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগেই এই নিয়ম পালিত হবে।
Discussion about this post