শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থীদের সিট ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন।
প্রাধ্যক্ষ জানান, অনেকের একাডেমিক পড়াশোনা শেষ হয়েছে তবুও সিটে রয়েছেন। আবার বৈধতা না নিয়ে কিছু শিক্ষার্থীও হলে অবস্থান করছে। এদিকে হলে বরাদ্দ পাওয়া নতুন শিক্ষার্থীরা সিটে উঠতে পারছে না। এদের অনেকে খুবই দরিদ্র, তাদের সিট পাওয়া জরুরি। এছাড়া বৈধতা না নিয়ে অবস্থানরত অনাবাসিকদের জন্য হলে অর্থনৈতিক ঘাটতি বাড়ছে। এজন্য সিট ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি আবাসিক হলে সিট রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। তবে এসব হলের পাঁচ শতাধিক সিট রাজনৈতিক ছত্রছায়ায় দখলকৃত। এছাড়া একাডেমিক লেখাপড়া শেষ করলেও সিট ছাড়েনি অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী। ছাত্রী হলেও একই চিত্র ।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জয়ন্তী রাণী বসাক বলেন, হলগুলোতে এ সমস্যা দীর্ঘ দিনের। প্রাধ্যক্ষরা নিজেদের মতো এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন। অনেকে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি সকলে সহযোগিতা করবেন।
Discussion about this post