শিক্ষার আলো ডেস্ক
২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-এ-বাংলা হলের ২০১১ নম্বর রুম থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়েছিল। তার আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। ৭ অক্টোবর আলোচিত এই হত্যাকাণ্ডটির চতুর্থ বর্ষ পূর্ণ হবে।
আগামী ৫ অক্টোবর ওই হল প্রাঙ্গনে ‘আবরার ফাহাদ স্মৃতিফলক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার ঘোষণা দিয়েছে হল প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর দুপুর ১২টায় আবরার ফাহাদ স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। বুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, প্রভোস্ট মহোদয় ও শের-এ-বাংলা হল অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। হলের সকল ছাত্র, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে।
প্রসঙ্গত,১২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবরার ফাহাদ। আবরার প্রথমে কুষ্টিয়া মিশন স্কুল ও জেলা স্কুলে লেখাপড়া শেষ করে ২০১৮ সালে ৩১ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। থাকতেন শের-এ-বাংলা হলের ২০১১ নম্বর রুমে।
Discussion about this post