শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-এ-বাংলা হল প্রাঙ্গণে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত আবরার ফাহাদের নামে ‘আবরার ফাহাদ স্মৃতিফলক’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বেলা ১২টায় এ স্মৃতিফলকের উদ্বোধন করা হয়।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জাব্বার খান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, প্রভোস্ট অধ্যাপক মো. শাখাওয়াৎ হোসেন ফিরোজ, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
এদিকে, আগামী শনিবার (৭ অক্টোবর) আবরার ফাহাদ স্মরণে বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ ও শেরেবাংলা হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আবরারের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ এ উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন, বুয়েট প্রশাসন, শের-এ-বাংলা হল অ্যালামনাই এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন চাওয়া অতি দ্রুত সম্পূর্ণ স্মৃতিফলকের নির্মাণ কাজ সম্পন্ন করা। ভবিষ্যতে যেন আর এমন কোনো স্মৃতিফলক এই ক্যাম্পাসে করার প্রয়োজন না হয়, সেটাই আমাদের সবার একমাত্র প্রত্যাশা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ভোরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-এ-বাংলা হলের ২০১১ নম্বর রুম থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। তার আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করেছিল। আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আগামী ৭ অক্টোবর আলোচিত এই হত্যাকাণ্ডের চতুর্থ বর্ষ পূর্ণ হবে।
Discussion about this post