শিক্ষার আলো ডেস্ক
ঢাকা কলেজে একাদশ শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল সোমবার (৯ অক্টোবর) শুরু হবে। একইদিন সকাল ১০টায় ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণির (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস ৮ অক্টোবর (রোববার) শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে ঢাকা কলেজে ক্লাস শুরু হয়নি। সেজন্য আনুষ্ঠানিকভাবে আগামীকাল ৯ অক্টোবর (সোমবার) ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীন বরণ অনুষ্ঠিত হবে ।
আজ রোববার (৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজেন পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।
তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে ক্লাস এবং ১০ টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। অনুষ্ঠানে সকল নবীন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ ও একাদশ (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস আরো বলেন, শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে সকল নিয়ম মেনে সোমবার সকাল সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে বায়োমেট্রিক হাজিরা সম্পন্ন করে নির্ধারিত ক্লাসে উপস্থিত হতে হবে।
Discussion about this post