শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামীকাল রোববার (১৫ অক্টোবর) শোক দিবস পালন করবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে ঢাবি প্রশাসন।
জানা গেছে, শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ৭টায় জগন্নাথ হল স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পুস্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
এরপর মাননীয় উপাচার্যের সভাপতিত্বে সকাল ৮টায় জগন্নাথ হল অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Discussion about this post