শিক্ষার আলো ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস কোর্সের ২০২১ সালের তিন বর্ষের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষের মাত্র ৪৫ দিনের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রথম বর্ষে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯১ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৮৬ দশমিক ৪২ শতাংশ।
চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ফাজিলের তিন বর্ষের ফল একযোগে প্রকাশ করা হলো। এর আগে এত কম সময়ে ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। এতে আগামীতে মাদরাসা শিক্ষার্থীদের সেশনজট কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Discussion about this post