শিক্ষার আলো ডেস্ক
‘শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যকে ধারণ করে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে দুপুরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে শেখ রাসেল এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন জনাব সুব্রত দাশ, চবি সহকারী প্রক্টর ড. মোঃ মোরশেদুল আলম, সহকারী প্রক্টর ড. মোঃ আহসানুল কবীর ও সহকারী প্রক্টর মোহাম্মদ নাজেমুল আলম। চবি সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীন।
চবি উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে শেখ রাসেল এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য অত্যন্ত আবেগ-আপ্লুত হয়ে বলেন, ‘‘মানুষ কতটা পৈশাচিক হলে একটি কোমলমতি-নিস্পাপ, ছোট্ট শিশুকে হত্যা করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো শিশু রাসেল হত্যা। যারা ছোট্ট শিশু শেখ রাসেল সহ জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে তারা নরকের ঘৃণ্য কীট। শিশু রাসেল বেঁচে থাকলে তাঁর কর্মের দ্বারা বাঙালি জাতির ইতিহাসে উজ্জ্বল অবদান রাখতেন। কারণ শিশু বয়সে শেখ রাসেলের ব্যক্তিত্বের মাধ্যমেই তা প্রকাশ পেয়েছিল’’।
তিনি আরো বলেন- ‘শেখ রাসেল বাঙালি জাতির হৃদয়ের মণিকোটায় আজীবন বেঁচে থাকবেন’।
দিনব্যাপি এই কর্মসূচিতে ছিল- সকালে চবি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বৃক্ষরোপন, চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে সমাপন। অতঃপর শেখ রাসেল দিবস এবং চবি ইনোভেশন হাব উদ্বোধন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন চবি পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী ডেইজী মারাক। অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপাচার্য সকলকে সাথে নিয়ে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন। উপাচার্য সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরিশেষে শহীদ শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Discussion about this post