ঝালকাঠি প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের ত্রাণ সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে মাটির ব্যাংকে জমানো ১০ হাজার টাকা তুলে দিয়েছে ঝালকাঠির প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী।
বুধবার (৬ মে) দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর হাতে এ টাকা তুলে দেয় ওই শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম বলেন, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি দেয় সরকার। ওই টাকাই মাটির ব্যাংকে জমাতো বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী। করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে তারা সেই জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে। এটি মানবতার এক দারুণ দৃষ্টান্ত।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সমাজে অনেক উচ্চবিত্ত মানুষ রয়েছেন, তারা প্রতিবন্ধী শিশুদের এই দান ও মানুষের প্রতি ভালোবাসা দেখে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে আশা করছি।
Discussion about this post