শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ সমাবর্তনে প্রায় ১৯ হাজার শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।
সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে জানা যায়।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র/প্রতিষ্ঠান কর্তৃক আইডি কার্ড/পাসপোর্ট সঙ্গে আনতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। সমাবর্তনস্থলে মোবাইলফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। তবে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বিশেষ অনুমতিত সাপেক্ষে মোবাইলফোন এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন।
প্রবেশের সময় ও স্থান:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ‘জিমনেসিয়াম সংলগ্ন গেট’ দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করতে হবে। সকাল ৮টায় গেট খোলা হবে এবং তাদের সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগণ, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সুইমিং পুল সংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবে। তাদের জন্য সকাল ৯টায় গেট খোলা হবে এবং তাদের সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়।
Discussion about this post