শিক্ষার আলো ডেস্ক
গত ২৩ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো শিল্পী সিকান্দার মেহেদী পরিচালিত “সিকান্দার মেহেদী একাডেমি কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মহান শিক্ষক ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৩” এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষকনেতা ও সংগঠক এম. ইকবাল বাহার চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, অধ্যক্ষ,চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, অধ্যাপক বাহার উদ্দিন মোঃ জোবায়ের,প্রাক্তন বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ,ওমরগণি এমইএস কলেজ,চট্টগ্রাম, স্বপ্না জিমি, বিশিষ্ট আবৃত্তি ও সংগীত শিল্পী, মোহাম্মদ ওয়াসিম, বিশিষ্ট বংশিবাদক ও বাচিক শিল্পী, ওমর ফারুক সাইয়্যাফ, বিশিষ্ট আর্টিস্ট ও ক্যালিগ্রাফার, ড. হুমায়রা তরফদার, বিশিষ্ট আর্টিষ্ট ও ক্যালিগ্রাফার।
সভাপতির বক্তব্য রাখেন শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিকান্দার মেহেদী একাডেমি, চট্টগ্রাম।এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
শিল্পী যুলফিকার আহমাদ,শিল্পী হাবিবুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অত্র প্রতিষ্ঠানের নতুন পুরাতন শিল্পীদের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের উচ্ছ্বসিত করে। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষন ছিল শিল্পী মোহাম্মদ ওয়াসিমের দরাজ কন্ঠে আবৃত্তি ও বাঁশির সুর।এছাড়া আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।
সবশেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী শারমিন আকতার ও শিল্পী ছালেহ মোহাম্মদ শোয়াইব।
Discussion about this post