শিক্ষার আলো ডেস্ক
শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল’ এর আবাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে চবি উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে হল দু’টোর আবাসন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আ. ক. ম. মোজাম্মেল হক এম.পি.।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।
মন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মানবতাবাদী মনীষী জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর নামে দু’টো হলের আবাসন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য উপাচার্য, উপ-উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিশেষ করে মন্ত্রী উক্ত দু’টো হল নির্মাণে যথাযথ পরামর্শ এবং সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, এ দু’টো হলের আবাসন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকাংশে দূরীভূত হবে। মন্ত্রী চবি শিক্ষার্থীদেরকে এ মহামণীষীদের জীবনাদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জ্ঞান-গবেষণায় নিজেদের সমৃদ্ধ হবার আহবান জানান।
চবি উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে হল দু”টোর আবাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভার্চুয়ালি যোগদান করায় তাঁর প্রতি অশেষ ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, “এ হল দু’টোর আবাসন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের একটি স্বপ্ন আজ বাস্তবে রূপলাভ করল। হল দু’টো আবাসন কার্যক্রমের উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকাংশে লাঘব হবে।” উপাচার্য আবাসনপ্রাপ্ত শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষের নিয়মকানুন-শৃংখলা মেনে যথাযথভাবে শিক্ষাজীবন সম্পন্ন করার আহবান জানান। উপাচার্য এ হল দু’টোর চালুর বিষয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বক্ষণিক কর্মতৎপরতা দিয়ে সফলতা এনেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি হলসমূহের প্রভোস্ট ও হাউজ টিউটরবৃন্দ, চবি বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post