শিক্ষার আলো ডেস্ক
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরই মধ্যে তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট চিঠি পাঠানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) গণমাধ্যমকে বলেন, আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ হতে পারে।
এ জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাতা দেখাও শেষ পর্যায়ে। অনুমতি পেলেই ফলাফল প্রকাশ করা হবে।
Discussion about this post