শিক্ষার আলো ডেস্ক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ৪৬৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে । ২০১৮ -২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হলো।
গত রোববার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে ডিনস অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠান আয়োজিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ড. মো. জাফর উল্লাহ। এছাড়া কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব সহ বিভিন্ন অনুষদের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, যারা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের অভিনন্দন জানাচ্ছি। তোমাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছি। আর আমরা পরবর্তীতে চেষ্টা করব প্রতিবছরই যাতে এরকম অনুষ্ঠান আয়োজন করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রসিদ ভুঁইয়া বলেন, ডিনস অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানটি হয়ত অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু বিভিন্ন কারণে আমরা তা করতে সক্ষম হইনি। যারা ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছ সবাইকে জানাই অভিনন্দন। তোমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে অনেক ভালো করবে।
Discussion about this post