শিক্ষার আলো ডেস্ক
আগামী শুক্রবার (৩ নভেম্বর) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হবে। দেশের বিভিন্ন স্থানের ৩৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২২ ডিসেম্বর ২০২৩ইং।
আজ বুধবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশে ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
Discussion about this post