বিশেষ প্রতিবেদক
হাসানের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। জানা যায়, আব্দুল্লাহ আল হাসান ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে গত এক বছর পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি শুরু করেন। কিন্তু এরই মধ্যে চিকিৎসকরা জানান তার দুটো কিডনিই ৯০ শতাংশ অকেজো হয়ে পড়েছে।
অতি শীঘ্রই তার কিডনি ট্রান্সপ্লান্ট জরুরি। বর্তমানে তার সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, যা গত দুই মাস ধরেই তার পরিবার চালিয়ে যাচ্ছে এবং ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতিতে ট্রান্সপ্লান্ট বিলম্ব হচ্ছে এবং খরচের তালিকা দীর্ঘায়িত হচ্ছে। এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ প্রায় ৪০-৪৫ লক্ষ টাকার প্রয়োজন যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই বিভাগের পক্ষ থেকে সকলের কাছে হাসানকে বাঁচাতে আর্থিক সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
কেউ সাহায্য করতে চাইলে বিভাগের শিক্ষক ড. স্বপন সরকার এবং ড. মো. আবু সাইদ আরফিন খানের ০১৭৯১০৬৯৮৯২ এবং ০১৯১৭১৭৪৫৩৭ নাম্বরে বিকাশ করতে হবে। অন্য কোনও উপায়ে সাহায্য করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আগ্রাহীরা।
Discussion about this post