শিক্ষার আলো ডেস্ক
নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ মূল্যায়ন চলবে। এর আগে ৫ নভেম্বর থেকে এটি শুরুর কথা ছিল।
মাদ্রাসাগুলোতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ সময়সূচি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, মাধ্যমিকে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে আগামী ১ ডিসেম্বর থেকে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ চলবে। সে কারণে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর শুরু হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরিচালনার নির্দেশনা ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর পাঠানো হবে।
সব বিষয়ে মূল্যায়ন পরিচালনা করতে হবে। মূল্যায়ন নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা থাকবে। শিক্ষার্থীর রিপোর্ট কার্ডটি দেওয়ার সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে তা জানাতে হবে। শিক্ষকেরা প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। এ জন্য ৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়নের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
Discussion about this post