শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে প্রকৌশলী তৈরী করার জন্য প্রত্যেকটি ইন্সটিটিউট ও বিভাগে ইন্ডাস্ট্রিয়াল উপদেষ্টা প্যানেল গঠন করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকেলে রুয়েটের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
সেমিনারে সকল অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক এবং বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।
Discussion about this post