শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস এখনো শুরু হয়নি। তবে আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষের ক্লাস।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলেও সশরীরে ক্লাস শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন- ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ এর নতুন সভাপতি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম ক্লাস শুরুর বিষয়ে গণমাধ্যমকে বলেন, আবাসন নিশ্চিত না করে ক্লাস সশরীরে শুরু করবে না বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস শুরু না করার কারণ হিসেবেও তিনি বলেন, নভেম্বরের মধ্যে নবনির্মিত হলগুলোর জন্য জনবল নিয়োগ দিয়ে হল খুলে দেওয়া হবে। এরপর আবাসন নিশ্চিত করে তাদের ক্লাস শুরু হবে।
Discussion about this post