শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ডিজিটাল লটারির কার্যক্রম পরিবর্তন করা হয়েছে। ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কারণে লটারির সময় পরিবর্তন করা হয়েছে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২৬ নভেম্বর) স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশের কথা থাকলেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ওইদিন হবে বলে লটারির ফল প্রকাশের কার্যক্রম পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন-এইচএসসি’র ফল প্রকাশ আগামী রবিবার,যেভাবে জানা যাবে ফলাফল
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে টেলিটকে পাঠানো এক চিঠিতে ২৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি সব প্রস্তুতি নিতে বলা হয়। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির ফল প্রকাশ করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘‘আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহা ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ধার্যকৃত তারিখ অনুযায়ী লটারি অনুষ্ঠানের ভেন্যু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (জামাই) নির্ধারণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’
Discussion about this post