শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত ১২তম স্বাধীনতা দিবস জাতীয় বিতর্ক উৎসব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের বিতর্ক ক্লাব ‘সূর্যসেন হল বিতর্ক ধারা’। এতে রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিলেশন্স’। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বিতর্ক ক্লাবের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল শনিবার (৯ ডিসেম্বর) হল মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হল ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিললাল হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব এবং হল ডিবেটিং ক্লাবের মডারেটর এবিএম নাজমুস সাকিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন হল ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
আরও পড়ুন-ঢাবি আইএসআরটি-এর সুবর্ণজয়ন্তী পদক পেলেন মুহিতুল এবং ফাহিম
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজয়ের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো মহান মুক্তিযুদ্ধ। একটি অসাম্প্রদায়িক, শোষণহীন, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জন বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে সাড়া ফেলেছিলো। বাংলাদেশ যাতে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য বিজয়ের ঠিক পূর্বমূহুর্তে পাকিস্তানী হানাদারবাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ভবিষ্যতে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে এবং একটি যুক্তিনির্ভর সভ্য সমাজ বিনির্মাণে দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উপাচার্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
বিতর্ক উৎসবে দলগত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দল অংশগ্রহণ করে। এছাড়া, বারোয়ারি বিতর্কে অংশ নেন ৩২জন বিতার্কিক। বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুলতানুল আরেফিন বায়োজিৎ। দলগত পর্যায়ে ডিবেটর অব দ্যা ফাইনাল হয়েছেন সূর্যসেন হল বিতর্ক ধারা’র তানভীর হাসান শান্ত।
Discussion about this post