শিক্ষার আলো ডেস্ক
আজ শনিবার (১৬ ডিসেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেটে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, চিত্রাষ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও তথ্যচিত্র প্রদর্শনী।
সকালে শাবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তেলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। পতাকা উত্তোলন শেষে ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলির পর শিক্ষক সমিতি, ডিন’স ফোরাম, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল প্রশাসন, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাকালে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যান। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে সমাপ্ত হয়।
শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতা ও বিজয়ের স্বপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর শহিদ পরিবারবর্গ ও স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহিদের স্মরণ করে আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার যুদ্ধে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সকলকে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মুকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পরিবার সর্বদা স্বাধীনতার পক্ষেছিল আছে এবং থাকবে। এ বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধীদের কোন স্থান নেই।
আরও পড়ুন-বিজয় দিবস : বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।
এরপর সকাল ১০টায় ‘ডি’ বিল্ডিং গ্রাউন্ডে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাষ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর অংকন প্রতিযোগিতা অনুষ্ঠান পরিদর্শন করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।
এছাড়া, ১১টায় হ্যান্ডবল মাঠে বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ । সন্ধ্যা ৫.৩০মিনিটে মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Discussion about this post