শিক্ষার আলো ডেস্ক
দ্বিতীয়বারের মতো ‘ভাইস চ্যান্সেলর স্কলারশিপ’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর বিভিন্ন বিভাগের মোট ৪০৪ জন শিক্ষার্থী। মেধাবী, অসচ্ছল, স্পোর্টসসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
আজ রোববার (১৭ ডিসেম্বর) রেজিস্ট্রার দফতর সূত্রে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন-‘প্রভাষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
জানা যায়, মোট পাঁচটি ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে মেধাবৃত্তি, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী (অনার্স ও মাস্টার্স) ৩৭০ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন। এছাড়া স্পোর্টস স্কলারশিপের জন্য ১৯ জন, এসএসএম মেমোরিয়াল ফান্ডে তিনজন এবং উত্তর ক্যারোলিনা ইউএসএভিত্তিক স্কলারশিপ প্রোগ্রাম-শোপান থেকে ১২জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হচ্ছে।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ১৮ ডিসেম্বর সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর মুক্তমঞ্চে বৃত্তির চেক হাতে তুলে দেওয়া হবে।
Discussion about this post