শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ,ঢাকা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি, সময় ও নম্বর সম্পর্কে জানানো হয়েছে।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
আরও পড়ুন-এইচএসসির পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ২৬ ডিসেম্বরের মধ্যে
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি শিরোনামে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post