শিক্ষার আলো ডেস্ক
আগামী বছর অর্থাৎ দাখিল পরীক্ষা ২০২৪ এর জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
গতকাল রোববার (১৭ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মাদ মাহবুব হাসান এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের দাখিল পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ‘কেন্দ্র কমিটি’ নামে সর্বোচ্চ ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থী প্রেরণকারী মাদরাসা প্রধানদের মধ্য হতে কেন্দ্র কমিটির সদস্য হবেন।
আরও পড়ুন-২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি,সময় ও নম্বর প্রকাশ
এতে আরো বলা হয়েছে, কেন্দ্র কমিটি গঠন করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটির সদস্যগণের পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রসচিবের (অফিসিয়াল) মোবাইল নম্বরসহ পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট ই-মেইলে/ডাকযোগে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post