শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৬২ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী।
বাউবি কর্তৃপক্ষ সূত্রমতে জানা যায়, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন ছাত্র এবং ১১ হাজার ২০৬ জন ছাত্রী। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।
এর মধ্যে ২৩ জন ‘এ’ প্লাস, এক হাজার ৯৮৭ জন ‘এ’, ৭ হাজার ১০৯ ‘এ’ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন ‘বি’, ৬ হাজার ১৯৯ জন ‘সি’ এবং ৮৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে।
Discussion about this post