শিক্ষার আলো ডেস্ক
ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন। ফেল থেকে পাস ১৪৯ জনের।
এবার ফলাফল পরিবর্তন হয়েছে দু’হাজার ২৩৭ জনের। মোট আবেদন করেছিলেন ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী। দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন। ফেল থেকে পাস ১৪৯ জনের।
অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে।
Discussion about this post