শিক্ষার আলো ডেস্ক
চলতি শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া আগের ৮টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবার গুচ্ছে যুক্ত হয়েছে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয়। গুচ্ছে যুক্ত হওয়া নতুন বিশ্ববিদ্যালয়টি হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে শুধুমাত্র কৃষি ও মৎস্য অনুষদে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ পরীক্ষা আয়োজন করতে চলতি মাসের মধ্যে পৃথক সভা আহ্বান করবে বিশ্ববিদ্যালয়গুলো। প্রাথমিক সভায় এ গুচ্ছের নেতৃত্ব ঠিক করার পর পরবর্তীতে ধারাবাহিকভাবে পরীক্ষার তারিখ, ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য বিষয়গুলোর সিদ্ধান্ত হবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের নেতৃত্ব দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। তবে এবারের নেতৃত্বে কোন বিশ্ববিদ্যালয় থাকছে এখনো তা নির্ধারণ হয়নি।
আরও পড়ুন-আইইউটি ভর্তি পরীক্ষা ২২ মার্চ
কৃষি গুচ্ছের আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
Discussion about this post