শিক্ষার আলো ডেস্ক
এবার ‘রোকেয়া চেয়ার’ নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অনারারি প্রফেসর ড. নাজমুন্নেসা মাহতাব। তিনি আগামী দুই বছর গবেষক হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ‘রোকেয়া চেয়ার’ নির্বাচন কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল রোববার (১৪ জানুয়ারি) ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-সাত কলেজের নতুন সমন্বয়ক ঢাকা কলেজ অধ্যক্ষ
প্রসঙ্গত, নারী শিক্ষা, ক্ষমতায়ন, উন্নয়ন ও নারী সমাজের অগ্রগতির ক্ষেত্রে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের ‘রোকেয়া চেয়ার’ হিসেবে নির্বাচন করা হয়। ২০০৭ সালে ইউজিসি রোকেয়া চেয়ার প্রবর্তন করে।
Discussion about this post