শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্র ও শনিবার (১৯ ও ২০ জানুয়ারি)। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ।
বিইউপি প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে।
এরপর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর পর্যায়ক্রমে আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন-আইইউটি ভর্তি পরীক্ষা ২২ মার্চ
এছাড়া, ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে।
এরপর বুয়েট, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে ২৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে কিছুটা দেরি হতে পারে। ঈদের পর এ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি।
Discussion about this post