শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদনে নির্বাচিত শিক্ষার্থীদের এ তালিকা প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির চারটি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে।এ পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ১১৪ ভর্তিচ্ছু।
তালিকায় দেখা গেছে, মোট আবেদনকারীদের থেকে ২২ হাজার ৭৬৭ জন ভর্তিচ্ছুর তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসিতে ৪ হাজার ৭২২ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ৩ হাজার ৭০২ জন, আর্থ এন্ড ওশান সায়েন্সে ৭ হাজার ২৫১ জন এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ৭০৯২ জন ভর্তিচ্ছু রয়েছে।
আরও পড়ুন-বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ছয় বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনা জেলার কেন্দ্র) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ শ্রেণি পাঠদান শুরু হবে।
Discussion about this post