শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (ফটোগ্রাফি) খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার সময়সূচি নিচে দেয়া হলো-
প্রাণিবিদ্যা বিভাগ
চবি প্রাণিবিদ্যা বিভাগের এম.এস ২০২১ শিক্ষাবর্ষের কোর্স নং ৫২৭ থেকে ৫২৯ এর ব্যবহারিক পরীক্ষাসমূহ আগামী ২৫.০১.২০২৪ থেকে ৩১.০১.২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে। উক্ত বিভাগের কোর্স নং ৫৩১ এর মৌখিক পরীক্ষা (সাধারণ ও থিসিস গ্রুপ) আগামী ২৩.০১.২০২৪ তারিখ সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে।
বাংলা বিভাগ
চবি বাংলা বিভাগের পি.এইচ.ডি কম্প্রিহেনসিভ ২০২০ এর ২৫.০১.২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ১ম পত্রের পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হল। উক্ত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
দর্শন বিভাগ
চবি দর্শন বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.এ. কোর্সে আগামী ১৬.০১.২০২৪ তারিখ থেকে ভর্তি/সাময়িক ভর্তি/পুনঃভর্তি শুরু হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ০৭.০২.২০২৪ এবং ২২০/- টাকা বিলম্ব ফিসহ ১৩.০২.২০২৪ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
Discussion about this post