শিক্ষার আলো ডেস্ক
গত ২৫ জানুয়ারি ২০২৪ ইং নগরীর ডিজিটাল বিদ্যালয় খ্যাত সাউথ এশিয়ান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাউশির উপ পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) ড. গাজী গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট শিক্ষক প্রশিক্ষক ড.আবু সালেহ শামসুদ্দিন শিশির ,শিক্ষার আলো পত্রিকার সম্পাদক এস,এম, পারভেজ এবং বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন। প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে সার্বিক সমন্বয়ে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সালেহউদ্দিন। বাৎসরিক এই উৎসবে ছাত্র-ছাত্রীদের সাথেসাথে অভিভাবক এবং অন্যান্য শুভানুধ্যায়ীগণও সমবেত হন।
প্রধান অতিথি ড.গাজী গোলাম মাওলা তাঁর বক্তব্যে বলেন, শিশুদের মানসিক বিকাশে শরীরচর্চা ও খেলাধূলা বিশেষ ভূমিকা রাখে।বর্তমান সরকারের নুতন শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়ন হলে শিশুরা লেখাপড়ার অতিরিক্ত চাপ থেকে মুক্ত হয়ে আনন্দময় শিক্ষাপরিবেশ ফিরে পাবে এবং তার জন্য শিক্ষক ও অভিভাবকবৃন্দের সহযোগিতা ভীষণ প্রয়োজন।
বিশেষ অতিথি ড.মীর আবু সালেহ শামসুদ্দিন বলেন,খেলাধূলার সাথে শিশুর লেখাপড়া ওতোপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীর দেহ-মন উভয়ই উপযুক্ত রূপে গঠিত হতে পারে খেলাধুলার মাধ্যমে।তাই মা-বাবাদের উচিত সন্তানদের খেলার ব্যবস্থা করে দেয়া, তাদের একটু সময় দেয়া।সাথেসাথে ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা প্রদানের উপরও গুরুত্ব দিতে হবে।পরস্পরকে সম্মান করা, সহযোগিতা করা ইত্যাদি শিক্ষা শিশুরা যদি পরিবার থেকেই পায় তবে তারা সত্যিকারের সোনার মানুষ হয়ে গড়ে উঠবে।
এর আগে মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ লকিতুল্লাহ । পবিত্র কোরআন পাঠ ও শিক্ষার্থীদের কুচকাজওয়াজের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিভাগে ৫০ ও ১০০ মিটার দৌড়,বিস্কুট দৌঁড়,মার্বেল দৌঁড়,ভারসাম্য দৌঁড়, সুঁইসূতা দৌঁড়,মোরগ খেলা,দড়ি লাফ, গোলক নিক্ষেপ,হাই জাম্প, লং জাম্প ইত্যাদি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে ক্ষুদে ক্রীড়াবিদরা চরম উৎসাহে।
সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিলো যেমন খুশী তেমন সাজো।এই পর্বে বঙ্গবন্ধু,বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা, ডাক্তার,ক্রিকেটার, সেনা কমান্ডো,স্পাইডারম্যান,পুলিশ অফিসার, লাল-নীল পরী,নববধূ, বাউল,ডেংগু ভাইরাস, বিয়ের ঘটক ইত্যাদি বর্ণিল সজ্জায় সমবেত শিশুরা নিজেদের উপস্থাপন করে বিচারকসহ সকলকে মুগ্ধ করে।
প্রতিযোগিতার শেষদিকে অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকাদের প্রতিযোগিতা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
Discussion about this post