শিক্ষার আলো ডেস্ক
আইপিডিসি ফাইনান্সের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোবোট্রিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি আধুনিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাইন্স কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক এই লাইব্রেরির উদ্বোধন করেন।
আরও পড়ুন-ঢাবি ৩ শিক্ষার্থীর‘আলী রীয়াজ ট্রাস্ট ফান্ড’ অ্যাওয়ার্ড অর্জন
বিভাগের চেয়ারম্যান ড. সেঁজুতি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল এবং আইপিডিসি ফাইনান্সের সিইও রিজওয়ান দাউদ শামস।
Discussion about this post